নাটোর সদরে আমন মৌসুমে ব্রি উদ্ভাবিত নতুন জাতের চাষাবাদে উদ্বুদ্ধকরণে ফসল কর্তন ও মাঠ দিবস

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

মোছা: সুমনা আক্তারী:গত ২৮শে আক্টোবর/২০২৩ নাটোর জেলার সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বড়হরিশপুর ইউনিয়ণের কামারদিয়ার গ্রামে আমন মৌসুমে ব্রি উদ্ভাবিত নতুন জাতের চাষাবাদে উদ্বুদ্ধকরণে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আমন ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট-এর মহাপরিচালক জনাব শাহ্জাহান কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অদিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী এর অতিরিক্ত পরিচালক জনাব শামছুল ওয়াদুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নাছের ভূঞাঁ, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ এবং নাটোর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ নীলিমা জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পিএসও কৃষিবিদ ডঃ মোঃ ফজলুল ইসলাম।

বড়হরিশপুর ইউনিয়নের কামারদিয়ার গ্রামের কৃষকেরা নাটোর সদরে আমন মৌসুমে ব্রি উদ্ভাবিত ৭৫ জাতের আমন ধান কর্তন করেন। কর্তন শেষে মাড়াই-ঝাড়াই করে আমন ধান বিঘা প্রতি প্রায় ২২ মন ফলন পাওয়া যায়।

উক্ত আমন মৌসুমে ব্রি উদ্ভাবিত ৭৫ জাতের আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার প্রায় ৩৫০ জন আদর্শ কৃষক উপস্থিত ছিলেন।