পটুয়াখালীর গলাচিপায় কৃষি বিভাগের সাথে কৃষকদের আলোচনা সভা অনুষ্ঠিত

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): "এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না"-মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এবং তেলসহ অন্যান্য রবিশস্যের আবাদ বৃদ্ধিতে করণীয় বিষয়ে কৃষকদের সাথে আলোচনা সভা পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার কলাগাছিয়ায় কৃষি অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক।

উপজেলা কৃষি অফিসার আরজু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য  রিফাউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশের মানুষের খাবারের কথা ভেবে কোনো জমি ফাঁকা রাখা যাবে না। আর সেসব জমিতে ফসল চাষের আওতায় আনা জরুরি। আমাদের চাহিদার অধিকাংশ ভোজ্যতেল বিদেশ থেকে আনতে হয়। তাই এর আমদানিনির্ভরতা কমাতে এর আবাদ বাড়াতে হবে। তা কৃষকদের দ্বারাই বাস্তবায়ন সম্ভব। আমরা আপনাদের পাশে আছি।

আলোচনা সভায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।