ঝালকাঠিতে ফল মেলা অনুষ্ঠিত

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল) : বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে এই প্রতিপাদ্যে ঝালকাঠিতে তিনদিনের ফল মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে ডিএই'র উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডিএই’র অতিরিক্ত উপপরিচালক মো. অলিউল আলম, উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমাদের প্রয়োজন অনুযায়ী ফলের প্রাপ্যতা বাড়ানো দরকার। এজন্য উন্নত জাতে ফলদ বৃক্ষ লাগানো চাই। তাহলেই ফলন বেশি পাওয়া যাবে ।এর মাধ্যমে আমাদের পুষ্টির নিরাপত্তা নিশ্চিত হবে। কৃষকরাও হবেন লাভবান।  

মেলার স্টলগুলোতে দেশীয় ২৫ ধরনের ফল স্থান পায়। এতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা সৃষ্টি হয়।