ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লি: আয়োজনে গোবিন্দগঞ্জ-এর কামদিয়ায় মৎস্য চাষের উপর কারীগরী কর্মশালা

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

এগ্রিলাইফ প্রতিনিধি:ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লি: আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ায় মৎস্য চাষের উপর কারীগরী কর্মশালাএবং পন্য পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার প্রায় ৫৬ জন আদর্শ মৎস্য খামারীরা অংশগ্রহন করেন।

আজ বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১ টায় দিনব্যাটপ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের সেলস ম্যানেজার মোঃ জিয়াউর রহমান। মেসার্স রাফী ট্রেড্রার্স এর স্বত্তাধিকারী মো: আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লি:-এর এনিমেল হেলথ ডিভিশন-এর সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ রাশেদুজ্জামান।

অনুষ্ঠানে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সকল একুয়া পন্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় মৎস্যচাষীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান আলোচক বলেন, ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লি: উন্নত বিশ্বের বাছাই করা ও গবেষণাধর্মী একুয়া পণ্যগুলো বাজারজাত করছে। প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষীরা যাতে উন্নত বিশ্বের আধুনিক পণ্যগুলোর সাথে তাল মিলিয়ে নিরাপদ উপায়ে মাছ উৎপাদন করতে পারেন এটি তাদের অন্যতম লক্ষ্য।

এসময় কৃষিবিদ মোঃ রাশেদুজ্জামান বেলজিয়ামের Roxy Vit-Aqua, ইন্দোনেশিয়ার Motsho Raj, আমেরিকা থেকে আমদানীকৃত Ble Yuka এবং চায়নার Germ Cleaner এবং Pest Kill plus-এর ব্যবহার ও প্রয়োগবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাদের বাজারজাতকৃত এসব পণ্যগুলি ইতিমধ্যে দেশের অন্যান্য এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানান তিনি। একজন মৎস্যবিদ হিসেবে তিনি মনে করেন, গোবিন্দগঞ্জ উপজেলার মৎস্য খামারিরা অত্যন্ত সচেতন তারা উন্নত মানের পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে তাদের মৎস্য খামারকে সমৃদ্ধ করবেন। পাশাপশি নিরাপদ উপায় উৎপাদিত মাছ উৎপাদন করে ভোক্তা তথা দেশের প্রাণীজ আমিষের নিরাপদ প্রাণীজ আমিষের যোগান নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।

ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লি: কর্তৃক বাজারজাতকৃত অত্যাধুনিক একুয়া পণ্য সম্পর্কে অবহিত পেরে অনুষ্ঠানে আগত একাধিক মৎস্য খামারীরা কোম্পানীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতে তারা তাদের নিজেদের খামারে এসব পণ্য প্রয়োগ করে ভালো ফলাফলের আশাপোষণ করেন। আজকের মত আগামীদিনেও প্রান্তিক পর্যায়ে এ ধরনের কারিগরি সভা ও কর্মশালার মাধ্যমে তাদেরকে সঠিকভাবে মৎস্য চাষে সহায়তা করবে ব্লেসিং এগ্রোভেট এমনটাই আশা করেন এলাকার মৎস্য খামারীরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত রিজিওন এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আব্দুল বাকী মন্ডল। সার্বিক সহযোগিতায় ছিলেন কামদিয়া টেরিটরির মার্কেটিং অফিসার মামুনুর রশিদ। গোবিন্দগঞ্জ-১ এর টেরিটরি সেলস অফিসার সাগর হোসাইন।

সবশেষে সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।