টাঙ্গাইল সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

কে এস রহমান শফি, টাঙ্গাইল : রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মুসুরী ও ভেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান আজ  বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল সদর অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মো. ছানোয়ার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. শাহজাহান আনছারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার সাদিয়া ইয়াসমিন রিপা।