বরিশালে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ (শনিবার) অক্টোবর নগরীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে ডিএই’র উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. আসাদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার এবং ডিএই’র সরেজমিন উইংয়ের পরিচালক এ কে এম মনিরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মাহবুব রব্বানী।

দুমকির উপজেলা কৃষি অফিসার মেহের মালিকার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই’র অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, কৃষি তথ্য সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. সুরজিত রায় সাহা, প্রকল্প পরিচালক মহাম্মদ মাইদুর রহমান, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, ভোলার উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ, পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা প্রমুখ।

সেমিনারে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধনমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমাদের প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলেই শস্যের উৎপাদন হবে সর্বোচ্চ। এখনকার কৃষি পরিস্ফুটিত। এই অবদান কৃষক ও কৃষি কর্মকর্তাদের। তবে ভালোর শুরু আছে, শেষ নেই। তাই এ ধারা অব্যাহত রাখতে হবে। আর এর মাধ্যমেই আগামী কৃষি হবে সমৃদ্ধশালী। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।