নানা আয়োজনে রাজশাহীতে বিশ্ব ডিম দিবস উদযাপন

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষ্যে ০৮ অক্টোব ২০২১ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিনস্ কমপ্লেক্সে সেমিনার/আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপথিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া। মুখ্য আলোচক ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক, ড. মো. শরিফুল ইসলাম।

উক্ত বিশ্ব ডিম দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার। অনুষ্ঠান পরিচালনা করেন ড. মোঃ হেমায়াতুল ইসলাম আরিফ, সধারন সম্পাদক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বি এল এস)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড। এস এম কামরুজ্জামান, প্রফেসর ড. মাহবুবুর রাহমান , ড. রায়হান গফুর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব প্রদান করেন ড. মোঃ রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সাম্পাদক, বি. এল.এস., এছাড়া আরও উপস্থিত ছিলেন সেলিনা বেগম, ভেটেরিনার ছাত্র সমিতির সহসভাপতি মুস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষ্যে ৩০০০ টি ডিম বিতরণ করা হয় যথাক্রমে রা.বি. হরিজন পল্লি, এতিম খানা, শেখ রাসেল প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র, মির আয়ুব আলী বিদ্যা নিকেতন, মেহেরচন্ডি স্কুলপাড়া মোড়ে দুস্থ, ৬ নং ওয়ার্ড পরিছন্ন কর্মীদের মাঝে।