বরিশাল সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): চলতি খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৯ সেপ্টম্বর বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ, সার ও সাইন বোর্ড বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। উপজেলা কৃষি অফিসার মোসা. ফাহিমা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অফিসার মো. মাহফুজুর রহমান এবং এইও  তানজিলা আহমেদ।

প্রধান অতিথি বলেন, পাট আমাদের সোনালী আঁশ। তাই এর হারানো ঐতিহ্য ফিরে আনতে হবে। এ জন্য পাটের উৎপাদন বাড়ানো দরকার। আর তা বাস্তবায়নে এ ধরনের প্রণোদনা যথেষ্ট ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি অফিসার জানান, পাটবীজ উৎপাদনের লক্ষ্যে ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ শ’ গ্রাম পাটবীজ বিতরণ করা হয়। পাশাপাশি ১০ কেজি হারে ইউরিয়া, টিএসপি, এমওপি সার এবং ১'টি করে সাইনবোর্ড দেওয়া হয়। পরবর্তীতে পরিচর্যা ও বালাইনাশক বাবদ  জনপ্রতি ২ হাজার ৬ শ’ ৩০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপসহকারি কৃষি কর্মকর্তাসহ অর্ধশতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।