জিংকসমৃদ্ধ ব্রি ধান৭৪: খাদ্য ও পুষ্টি দুটোই মিলবে

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বোরো ধানের ওপর কৃষক মাঠ দিবস ৩ মে বরিশাল সদরের কড়াপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।  তিনি বলেন, ব্রি ধান৭৪ জিংকসমৃদ্ধ ধান। এর মাধ্যমে খাদ্যের চাহিদার পাশাপাশি পুষ্টি অভাবও পূরণ হবে। এর ফলন তুলনামূলক ভালো। তিনি সবাইকে আধুনিক উফশী জাতের ধান আবাদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত। উপজেলা কৃষি অফিসার মোসা. ফাহিমা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং অফিসার মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানের আগে ব্রি ধান৭৪’র নমুনাশস্য কর্তন করা হয়। শুকনো অবস্থায় এর গড় ফলন হয়েছে হেক্টরপ্রতি ৮.৩ মেট্টিক টন।