নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রি জাত পণ্যের বাজার উন্নয়নে কাজ করছে ঘাসফুল

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম: PKSF এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং RMTP প্রকল্পের আওতায় নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রি জাত পণ্যের বাজার উন্নয়নে কাজ করছে নওগাঁর ঘাসফুল নামক একটি এনজিও। এসব কার্যক্রমকে সভলভাবে বাস্তবায়ন করতে প্রান্তিক পর্যায়ের নারী-পুরুষ উদ্যোক্তাদের মাঝে নিরবিচ্ছিন্ন ভাবে নানা কার্যক্রম পরিচালনা করছে ঘাসফুল।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল দশটায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে অবস্থিত ঘাসফুল-এর RMTP প্রকল্প কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে গ্লোবাল গ্যাপ বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন গ্লোবাল গ্যাপ মাস্টার ট্রেইনার ডা: মো: শরিফ উদ্দিন মন্ডল। প্রশিক্ষণে মোট অংশ গ্রহণকারীর ১৮ জন পুরুষ এবং দুই জন নারী সদস্য প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক নারায়ন চন্দ্র রায় এবং বিডিও মোঃ শফিকুল গনি।

উল্লেখ্য যে, আর‌এমটিপি পোল্ট্রি প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ঘাসফুল এবং সার্বিক সহযোগিতায় পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন।