বিজয় দিবসে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ-এর শ্রদ্ধা জ্ঞাপন

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম: শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কেন্দ্রীয় সভাপতি এবং মহাসচিব এটিএম আবুল কাশেম।

এসময় ডিকেআইবি সভাপতি বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ মহাসচিব এটিএম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, বিজয় দিবস সূচিত হয়েছিল কিছু অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখে৷ সেই লক্ষ্যগুলো ছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হবে,নারী-পুরুষ বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠা। আমরা আশা করি কৃষক, কৃষাণী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিজয়ের মনোভাব ধারণ করে এগিয়ে যাবে।

এরপর সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ যথাক্রমে এটিএম আবুল কাশেম, মোঃ আলফাজ উদ্দিন, মোঃ সিকান্দার, মোঃ আবুল কাশেম, মোঃ জহির উদ্দিন মবু, সরকার আবুল কালাম আজাদ, আব্দুল আজিজ, মামুনুর রশিদ, ফরহাদ আহমদ, প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা শাখার নেতৃবৃন্দ।