সিরাজগঞ্জ সদর উপজেলায় ব্রি ধান৯৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

কে এস রহমান শফি, সিরাজগঞ্জ সদর: আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় রোপা আউশ (উফশি) জাত ব্রি ধান৯৮ এর মাঠ দিবস আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতি গ্রামে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ সদর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ ও সিরাজগঞ্জের উপ পরিচালক বাবলু কুমার সুত্রধর।

মাঠ দিবসে নক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার এ কে এম মফিদুল ইসলাম, প্রকল্পের মনিটরিং অফিসার ড. মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত কৃষি অফিসার অ্যামেলিয়া জান্নাত, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাব্বির আহমেদ সিফাত ও মিশু আক্তার, উপ সহকারী কৃষি অফিসার বি এম সানাউল্লাহ, কৃষক হাসান মনসুর তালুকদার। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আযম তালুকদার।