ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

আসাদুল্লাহ: ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জুন) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ হারুন-অর- রশীদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুর।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক, রাজবাড়ীর উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, মাদারিপুরের উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, গোপালগঞ্জের উপপরিচালক, আঃ কাদের সরদার হর্টিকালচার সেন্টার ফারিদপুরের উপপরিচালক, মোঃ জসীম উদ্দিন, হর্টিকালচার সেন্টার কাশিয়ানীর উদ্যানতত্ববিদ, জনাব রাকিবুল হাসান।

সভায় সদ্য নিয়োগ প্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তাদের আগামী ২২/০৬/২০২৩ তারিখে যোগদান ও পদায়ন। ওয়েব পোর্টাল হালনাগাদ এবং প্রণোদনার বীজ ও সার ও সুষ্ঠ বন্টন। ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি বিভাগের সেবা কৃষকের দোড়গোড়ে পৌছানোর জন্য আহবান উপসহকারি কৃষি কর্মকতাসহ উপজেলা কৃষি কর্মকর্তাদের মাঠ পর্য়ায়ের কার্যক্রম জোড়দার করার আহবান জানানো হয়।

সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।