“পাট জাতীয় ফসলের আঁশ ও বীজ উৎপাদন” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

মোঃ হারুন অর রশীদ: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুরের আয়োজনে গত ১৮ ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় “পাট জাতীয় ফসলের আঁশ ও বীজ উৎপাদন” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক  ড. মো. আবদুল আউয়াল।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (কারিগরি) ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন, পাট গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (জুট টেক্সটাইল) ড. ফেরদৌস আরা দিলরুবা ও পাট গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন ও অর্থ)  ড. এস এম মাহবুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (কৃষি উইং)  ড. নার্গিস আক্তার।

প্রধান অতিথি ড. মো. আবদুল আউয়াল বলেন পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত পাটের জাতগুলো হতে উন্নতমানের আঁশ পাওয়া যায় ও ফলন অনেক বেশি। বর্তমানে পাটের বাজার দর ভাল। তাই কৃষকদেরকে বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত জাতগুলো চাষাবাদের পরামর্শ প্রদান করেন ও মুক্ত আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে ৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বীজ বিতরণ করেন।