শুদ্ধাচার পুরস্কার পেলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা

Category: সমসাময়িক Written by agrilife24

ময়মনসিংহ প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ময়মনসিংহে কর্মরত জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোছাঃ নাছরিন আক্তার বানুকে শুদ্ধাচার পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

উপপরিচালক মো. মতিউজ্জামানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আশরাফ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহের অতিরিক্ত উপপরিচালক শোয়েব আহমেদ, ড. উম্মে হাবিবা, মোহাম্মদ নাসির উদ্দিন সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহারসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনে স্বীকৃতিস্বরুপ ড. মোছাঃ নাছরিন আক্তার বানুকে শুদ্ধাচার পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে।