বরিশাল মেট্টোপলিটন এলাকায় কৃষকের মাঝে আউশপ্রণোদনা বিতরণ

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল মেট্টোপলিটন এলাকায় কৃষকের মাঝে আউশের প্রণোদনা বিতরণ  করা হয়েছে। ২০ এপ্রিল নগরীর খামারবাড়িতে মেট্রোপলিটন কৃষি অফিসের উদ্যোগে এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর-রশীদ।

বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেট্রোপলিটন কৃষি অফিসার  সোমা রাণী দাস।

প্রধান অতিথি বলেন, আউশ চাষে খরচ কম। তাই লাভজনক। বরিশাল অঞ্চলে আউশ আবাদ বৃদ্ধির যথেষ্ট সুযোগ আছে।  সে লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। পতিত জমিতে আউশ আবাদে মনোযোগী হতে তিনি কৃষকদের আহবান জানান।

মেট্রোপলিটন কৃষি অফিসার সোমা রাণী দাস জানান, তার এলাকায় ক্ষুদ্র ও প্রান্তিক ১শ’জন কৃষককের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য বিনামূল্যে ৫ কেজি হারে ব্রি ধান৪৮’র বীজ বিতরণ করা হয়। সে সাথে ২০ কেজি করে ডিএপি এবং এমওপি সার দেওয়া হয়।

উল্লেখ্য, আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  চলতি খরিফ-১ মৌসুমে এই প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।