বরিশালে অষ্টাদশ বিসিএস ফোরামের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি সদর উপজেলার লাহারহাটে অষ্টাদশ বিসিএস ফোরামের উদ্যোগে এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান, ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ্, ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক কাজী জাবের আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন হাওলাদার প্রমুখ।

হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে নদী তীরবর্তী এলাকার বেদে সম্প্রদায়।  এজন্য বেদে সর্দার জসিম উদ্দিন সংগঠনের সবাইকে সাধুবাদ জানিয়েছেন ।

এ সময় ডিআইজি এস এম আখতারুজ্জামান বেদে সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনাদের মধ্যে কেউ যদি কম্বল না পেয়ে থাকেন,  তাদেরও  দেওয়া হবে। পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমাদের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।