ডিএই ঝালকাঠির মাসিক সভা অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মাসিক সভা অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি দুপুরে জেলার খামারবাড়ির প্রশিক্ষণকক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রিফাত সিকদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. অলিউল আলম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, রাজাপুরের উপজেলা কৃষি অফিসার রিয়াজ উল্লাহ বাহাদুর, কাঠালিয়ার উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, এসএসিপি প্রকল্পের জুনিয়র মনিটরিং অ্যান্ড স্পেশালিস্ট মো. ওমর ফারুক  প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপপরিচালক বলেন, ফসলের উৎপাদন বাড়াতে প্রয়োজন আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার। আর তা কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে হবে। সেই সাথে চাই অন্যান্য সেবার নিশ্চিতকরণ। সমন্বিত প্রচেষ্টায় তা সম্ভব।

একই স্থানে সকালে স্মল হোল্ডার ইগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধুর স্বদেশপ্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বিস্তারিত আলোকপাত করা হয়।  উপপরিচালক উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।