৩৭ তম বিসিএস কৃষি এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:বিসিএস (কৃষি) ক্যাডারের ৩৭ তম ব্যাচের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩৭ তম বিসিএস (কৃষি) এসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। গত শুক্রবার বছরের শেষ দিনে ৩১/১২/২০২১ খ্রি. তারিখে সকাল ১০.৩০ মিনিটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়িতে অবস্থিত বিসিএস (কৃষি) এসোসিয়েশনের সভাকক্ষে ৩৭ তম বিসিএস (কৃষি) পরিবারের ১ম গেট টুগেদার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে  জনাব কৃষিবিদ নাহিদ হাসানকে (মনিটরিং অফিসার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প) সভাপতি এবং জনাব কৃষিবিদ জি.এম. বদরুল হাসানকে (কৃষি সম্প্রসারণ অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, কামরাঙ্গীরচর, ঢাকা) করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অতঃপর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ৩৭ তম বিসিএস (কৃষি) এসোসিয়েশনের সদস্যদের যেকোন সমস্যা ও সুযোগ সুবিধাসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং ব্যাচের মান অক্ষুন্ন রাখতে সকলকে বদ্ধপরিকর থাকতে সকলকে আহবান জানান।

পরিশেষে, গেট টুগেদার উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয় এবং দুপুরের মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।