পাবনা সদরে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

আশিষ তরফদার:পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলে দুবলিয়া বক্লের ফারাদপুর গ্রামে গতকাল ২৩ আগস্ট একমাঠদিবস অনুষ্ঠিত হয়।

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রান্তন চেয়ারম্যান মো: মাজেদ আলী মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান রশিদ হোসাইনী, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীম আরা নিপা। এছাড়াও  অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো:মোর্শেদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো:আবু ছাইদ শিখন, আবু সাঈদ শেখ, কামরুজ্জামান প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্যে উপ পরিচালক কৃষিবিদ মো: আব্দুল কাদের বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত বীজ উৎপাদন নিশ্চিতকরনের জন্য কৃষকদের বিভিন্ন ফসলের বীজ উৎপাদনে সক্ষম করে তুলতে মাঠ স্কুলের মাধ্যমে উদ্যোক্তা তৈরী হচ্ছে। এই উদ্যোক্তাদের বীজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকেরা যাতে চাহিদা মাফিক মান সম্মত বীজ পায় সেজন্য প্রকল্পটি কাজ করছে। আশা করি কৃষকেরা বীজ উৎপাদন  এবং সঠিক ভাবে সংরক্ষণ করে বীজের লাঘবে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে সুধীজনদের স্বাগত জানিয়ে শ্যুভেচ্ছা বক্তব্যে রাখেন, মাঠ স্কুলের কৃষক শামীম হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান রশিদ হোসাইনী।

উক্ত মাঠ দিবসে স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গসহ শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।