SRDI-এর সাবেক পরিচালক ও বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী জনাব মোঃ দেলোয়ার হোসেন মোল্লা আর নেই

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ও বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী জনাব মোঃ দেলোয়ার হোসেন মোল্লা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৭.৩০ মিনিটে হৃদরোগ সংক্রান্ত জটিলতায় তিনি ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাও  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর।

চাঁদপুরের মতলব উপজেলায় জন্মগ্রহনকারী এই মৃত্তিকা বিজ্ঞানী মাঠ পর্যায়ে মৃত্তিকা উন্নয়নে ব্যাপক অবদান রেখে গেছেন। দেশে মৃত্তিকা জরিপ, মৃত্তিকা গবেষণাগায় অবদানের কথা তার সহকর্মীরা চিরদিন মনে রাখবে। মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর হাতিরপুল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে তার সহকর্মীরা নিশ্চিত করেছেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এসআরডিআই পরিবার ও বিজ্ঞানীমহল। শোকবার্তায় সকলেই মরহুমের রূহের মাগফেরাৎ কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান রাব্বুল আলামিন তাঁকে বেহেশত নসীব করুন।-আমিন