আমতলীর কৃষি রেডিওতে কৃষি মন্ত্রণালয়ের ইনোভেশন টীমের পরিদর্শন

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনার আমতলীতে স্থাপিত দেশের একমাত্র সরকারি কৃষি রেডিও পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের উদ্ভাবন, সেবা সহজিকরণ ও ইনোভেশন টীমের কর্মকর্তারা। এ উপলক্ষে ১৮ জুন বেতারের নির্মাণাথীন ভবনে রেডিওর কর্মকর্তা এবং কলাকুশলীদের সাথে এক মতবিনিময সভার আয়োজন করা হয়।

কৃষি তথ্য সার্ভিসের উপপরিচালক (গণযোগাযোগ) মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপসচিব (প্রশাসন-৫) কাজী আব্দুর রায়হান, উপসচিব (প্রশাসন-১ শাখা) মীনাক্ষী বর্মন এবং উপসচিব (নীতি-১) সাজিয়া জামান,  উপপ্রধান (কৃষি অর্থনীতিবিদ) শেখ বদিউল আলম।

আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর (ডিএই) বরগুনার উপপরিচালক আব্দুর রশীদ, ডিএই পটুয়াখালীর একেএম মহিউদ্দিন, আমতলীর উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রোগ্রামার মো. মাহফুজ বিন ওয়াহাব, কৃষি মন্ত্রণালয়ের সহকারি প্রোগ্রামার পল্লব কুমার রায়,  সহকারি বীজতত্ত্ববিদ মানিক চন্দ্র কর্মকার প্রমুখ।

কৃষি রেডিওর স্টেশন ম্যানেজার মো. ইছা বেতারের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। এর আগে প্রধান অতিথি বেতারের স্টুডিও ঘুরে দেখেন। বিকেলে কলাপাড়ার গোলঘরে বেতার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।