যশোর জোনের বারবাজার ইউনিটে তুলাচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:তুলা উন্নয়ন বোর্ডের "তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর" শীর্ষক প্রকল্পের অর্থায়নে তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনের বারবাজার ইউনিটে মঙ্গলবার (১৫ জুন) দিনব্যাপি এক তুলাচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেকে উপসি।থত ছিলেন উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড.আলহাজ উদ্দিন আহাম্মেদ।

যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খোন্দকার এনামুল কবির স্বপন-এর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাফর আলী, উপপরিচালক (সঃদঃ), তুলা উন্নয়ন বোর্ড, ঢাকা এবং জনাব কামরুল হাসান, উপপরিচালক, তুলা উন্নয়ন বোর্ড, যশোর অঞ্চল।

তুলাচাষী প্রশিক্ষণে প্রধান অতিথি  তুলাচাষে ভেজাল মুক্ত সুষম সার ব্যবহার করে তুলা উৎপাদনের কলাকৌশল সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন এবং কোভিড -১৯ সম্পর্কে সচেতনতা সম্পর্কে অবহিত করেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষীগণ এই বছর আরো বেশি তুলাচাষ করবেন বলে মতামত ব্যক্ত করেন।