নওগাঁয় আশা'র ফসল মাড়াই যন্ত্র বিতরণ

Category: সমসাময়িক Written by agrilife24

কাজী কামাল হোসেন,নওগাঁ:দেশের অন্যতমবৃহৎ বেসরকারি উন্নয়ন সহযোগী আশার উদ্যোগে নওগাঁর বদলগাছিতে ৩জন আদিবাসী কৃষকের মাঝে  ফসল মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। সুবিধাভোগী কৃষকেরা হলেন, জেলার বদলগাছি উপজেলার লালুরহাট গ্রামের সুমতি সরদার, যোগেশ চন্দ্র এবং সুবাস চন্দ্র। আশার এসএমএপি প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় গতকাল বিকেলে বদলগাছি উপজেলার কোলাহাট শাখা অফিসে মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। ২লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের এ মাড়াই যন্ত্রে আশার সহায়তা ১লক্ষ ১৪ হাজার টাকা।   

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর এবং এ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ব্যাকের এসিটেন্ট ডিরেক্টর শুভ্র বসাক, আশার নওগাঁ ডিস্ট্রিক্ট ম্যানেজার মোখলেছুর রহমান, আরএম (এগ্রি) সাইফুদ্দিন, আরএম রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আশা কোলা হাট শাখার ম্যানেজার আজিজুর রহমান, বদলগাছি শাখা (১) ম্যানেজার আব্দুল হান্নান, শাখা(২) ম্যানেজার আব্দুল মান্নান,এমএসএমই শাখার ম্যানেজার আনিছুর রহমান প্রমূখ।