নেপালে শেকৃবির ইন্টার্ণশীপ শিক্ষার্থীদের "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" পালন

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম: ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অরিজিনেটর গ্রুপের ইন্টার্ন শিক্ষার্থীবৃন্দের উদ‍্যেগে নেপালের চিতোয়ান জেলার ভারতপুর শহরের রামপুরে অবস্থিত এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির এনিম‍্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের সহযোগিতায় "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" পালিত হয়।

উক্ত সময় উপস্থিত ছিলেন শেকৃবি এনিম‍্যাল প্রোডাকশন এন্ড ম‍্যানেজমেন্ট বিভাগের অধ‍্যাপক ও ইন্টার্ণশীপ অরিজিনেটর গ্রুপের গ্রুপ গাইড অধ‍্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নেপালের এগ্রিকালচারাল এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির এনিম‍্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. হোম বাহাদুর বাসনেত সহ অত্র অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং নেপাল ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের এডিটর ইন চিফ সুমন কৈরালাসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের তৈরি প্রতীকি শহীদ মিনারে পুষ্প অর্পণ এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।