মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব মো. মশিউর রহমান

Category: ফোকাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মশিউর রহমান এন‌ডি‌সি। এর আগে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ছিলেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি ড. নাহিদ রশীদ-এর স্থলাভিসিক্ত হলেন। ড. নাহিদ রশীদকে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব পদে বদলি ককরা হয়েছে।

মশিউর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের ১০ম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সনে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি চেয়ারম্যান (সচিব), ভূমি আপীল বোর্ড, বিভাগীয় কমিশনার (সিলেট বিভাগ) অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, জেলা প্রশাসক, নাটোর সহ বিভিন্ন গুরুত্বর্পর্ণ পদে দায়িত্ব পালন করেন।