প্রতিবছর শুধু রাসায়নিক সারেই প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করছে বর্তমান সরকার

Category: ফোকাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম: লাভজনকভাবে ফল উৎপাদন করতে হলে সঠিক জাত নির্বাচন, সঠিক পরিচর্যা ও সঠিক ফল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। সফল কৃষি উদ্যোক্তা হতে হলে সর্বশেষ আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে নিয়মিত জানতে হবে। বর্তমান সরকার কৃষিকে লাভজনক করতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি প্রদান করছে। প্রতিবছর শুধু রাসায়নিক সারেই প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করছে বর্তমান সরকার।

গত ০৯ মার্চ বৃহস্পতিবার রংপুরের বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কক্ষে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের ‘লাভজনকভাবে ফল উৎপাদন বৃদ্ধির কৌশল’ শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি’র বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের বীজ অনু বিভাগের মহাপরিচালক ও যুগ্মসচিব মো. আবু জুবাইর হোসেন এসব কথা বলেন।

বীজ অনুবিভাগের মহাপরিচালক রংপুর হর্টিকালচার সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে ‘আলফানসো’ জাতের আমের চারা রোপণ করে নতুন সৃজনকৃত আমের মাতৃগাছের জার্মপ্লাজম শুভ উদ্বোধন করেন। হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. আবু সায়েম জানান দেশি বিদেশি জনপ্রিয় ও সমাদৃত ২৩টি জাতের সমন্বয়ে এ জার্মপ্লাজম কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এর সংখ্যা ও পরিধি বাড়ানো হবে। এতে রংপুর ও পার্শ্ববর্তী এলাকায় রপ্তানিযোগ্য আম উৎপাদনে এ সেন্টারটি উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত, উদ্যানতত্ত¡বিদ হেনা নাসরিন প্রমুখ।