মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক-এর দায়িত্ব পেলেন কৃষিবিদ খঃ মাহবুবুল হক

Category: ফোকাস Written by agrilife24

রাজধানী প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক-এর চলতি দায়িত্ব পেলেন কৃষিবিদ খঃ মাহবুবুল হক। এর পূর্বে তিনি একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক-এর দায়িত্ব পালন করছিলেন। বুধবার (২৯ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তিনি কৃষিবিদ কাজী শামস আফরোজ-এর স্থলাভিষিক্ত হলেন।  

বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তা কৃষিবিদ খঃ  মাহবুবুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ১৯৮১-১৯৮২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থি। তার সৎ ও গতিশীল নেতৃত্বে মৎস্য অধিদপ্তর অনন্য উচ্চতায় পৌঁছাবে, সকলের কাঙ্খিত মর্যাদায় অধিষ্ঠিত হবে মৎস্য অধিদপ্তর সেই প্রত্যাশা করেন তার শুভানুধ্যায়ীরা।