
মো. জুলফিকার আলী: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর আয়োজনে বালাইনাশকের মান নিয়ন্ত্রণ ও নিরাপদ ব্যবহারের লক্ষ্যে ভিজিলেন্স কমিটির সভা উপপরিচাকের কার্যালয় এর প্রশিক্ষণ হলরুমে আজ সোমবার ১০ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শামসুজ্জামান। তিনি বক্তব্যে বলেন- নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে প্রতিটি বালাইনাশকের দোকানে " জৈব বালাইনাশক কর্নার" তৈরি করতে হবে। কৃষকেরা যেন বীজ বা কীটনাশক ক্রয় করে প্রতারিত না হয়, সে বিষয়ে সর্তক থাকতে হবে। তিনি ভেজাল পণ্য বিক্রয় রোধে কীটনাশক ও বীজ কম্পোনীর প্রতিনিধি এবং ডিলাদের সমন্বয়ে বালাইনাশকের মান নিয়ন্ত্রণে একত্রে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
সভার প্রারম্ভে বালাইনাশকের মান নিয়ন্ত্রণ ও নিরাপদ ব্যবহারের বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন-সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দীপক কুমার দাস ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ তামান্না নাহার।
উক্ত সভায় সিলেট জেলার সকল উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাবৃন্দ এবং সিলেট কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা ও সিলেট জেলার কীটনাশক ও বীজ কম্পোনীর প্রতিনিধি, ডিলার প্রতিনিধি উপস্থিত ছিলেন।