তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল): তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ফরিদপুরে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল দুপুর ১২ টায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) হলরুমে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক (প্রশিক্ষণ উইং) লুবনা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিআইর অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর।

বরিশালের কৃষি তথ্য সার্ভিস, ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং যশোরের সিমিট বাংলাদেশের যৌথ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্লা, এটিআইর উপাধ্যক্ষ আব্দুল কাদের সরদার এবং ডিএইর প্রশিক্ষণ উইংয়ের উপপরিচালক (কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন) মো. কবির হোসেন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, সিমিট বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মকর্তা কে এম জসিম উদ্দিন, কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, ফরিদপুর এটিআইর শিক্ষার্থী আলপনা আজাদ, এবং মো. জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশগঠনে তোমাদের ভালোভাবে পড়াশুনা চালিয়ে যেতে হবে। তবেই উত্তম কর্মসংস্থানের সুযোগ পাবে। আর তখন জীবন হবে সুখময়।

চলচ্চিত্র প্রদর্শনে কুইজ সংযোজন করায় অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৯ জন কুইজ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

কুইজ বিজয়ীরা হলেন-শরীফা মেহেরীন, সামানিয়া জান্নাতী, আছিয়া আক্তার, লিজন খান, মোহাম্মদ তামিম, জান্নাতুল ফেরদৌস, জুয়েল গাইন, মিম এবং মো. আশিকুর রহমান।