মাছ ও চিংড়ি চাষে “রেসপন্ড”: দূষণমুক্ত জলাশয়, আনে বাড়তি প্রোডাক্টিভিটি

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: মাছ ও চিংড়ি চাষে পানির গুণগত মান রক্ষা ও বাস্তুসংস্থান পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে “রেসপন্ড”। জিওলাইট, ইস্ট, প্রোবায়োটিক, ইউকা নির্যাস, এনজাইম এবং আয়োনাইজড মিনারেলের সমৃদ্ধ এ পণ্যটি জলাশয়ের দূষণ ও দুর্গন্ধ দূর করে, মাটি ও পানির আদর্শ পিএইচ (pH) বজায় রাখে এবং প্ল্যাঙ্কটনের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে।

বিশেষ করে চিংড়ির মোল্টিং প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি জলাশয়ের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে কার্যকরী ভূমিকা পালন করে “রেসপন্ড”। মাছ ও চিংড়ির ধকল কমিয়ে খামারের সুস্থ পরিবেশ বজায় রাখে। চাষকালীন সময়ে ৩-৫ ফুট গভীরতায় প্রতি ৩৩ শতাংশ জমির জন্য ২ কেজি হারে প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ মৎস্যবিদরা।

MetaMed Pharma Limited-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতিকুল ইসলাম জানান, তারা প্রতিনিয়ত গবেষণাধর্মী ও যুগোপযোগী পণ্য বাজারজাত করনের প্রয়াস থেকেই তাদের কোম্পানির স্লোগান নির্ধারণ করেছে “Beyond Medication” । শুধু চিকিৎসা নয়, বরং সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে খামারিদের পাশে থাকাই তাদের লক্ষ্য।

খামার ব্যবস্থাপনায় সঠিক পরামর্শ পেতে প্রয়োজনে অভিজ্ঞ মৎস্যবিদদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। পন্যটি সম্পর্কে বিস্তারিত জানতে ইমেইল করতে পারেন This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. এই ঠিকানায় অথবা যোগাযোগ করুনঃ 0140-6399199