বায়োকেয়ার এগ্রো লিমিটেডের লক্ষ্য বিজ্ঞানভিত্তিক সমাধানে টেকসই খামার গড়ে তোলা

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: বায়োকেয়ার এগ্রো লিমিটেডের লক্ষ্য বিজ্ঞানভিত্তিক সমাধানে টেকসই খামার গড়ে তোলা। দেশের প্রান্তিক খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, খরচ নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধে বায়োকেয়ারের পণ্যসমূহ কার্যকর ভূমিকা রাখছে। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারই একটি লাভজনক ও টেকসই খামার গড়ে তুলতে সাহায্য করতে পারে।

সে লক্ষে রাজশাহী জেলার মোসলেমের মোড়ে বায়োকেয়ার এগ্রো লিমিটেড-এর উদ্যোগে সম্প্রতি এক প্রাণবন্ত ও তথ্যবহুল খামারি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এলাকার প্রান্তিক খামারিদের মাঝে আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও নিরাপদ উৎপাদন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাই-বোন পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন-এর প্রোপাইটর জনাব মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন-এর প্রোপাইটর জনাব মো. ফরহাদ হোসেন এবং জনাব মো. আজাদ আলী।

বায়োকেয়ার এগ্রো লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার জনাব মো. শরীফ হোসেন। কোম্পানির প্রোফাইল উপস্থাপন করেন সিনিয়র ডেপুটি সেলস ম্যানেজার জনাব মো. শাহ আলম। কারিগরি আলোচনায় অংশ নেন ডা. তানজিমুল ইসলাম সাফোয়ান (TSO) এবং এরিয়া ম্যানেজার জনাব মো. মাহমুদুর রহমান। তারা খামার ব্যবস্থাপনায় উদ্ভাবনী সমাধান ও বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় বায়োকেয়ারের জনপ্রিয় কিছু পণ্য যেমন Bioxy Enviro, NOVO BIOTIC এবং Mentofin-এর উপকারিতা ও সঠিক ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করা হয়। এসব পণ্য খামারের বায়োসিকিউরিটি নিশ্চিত করা, রোগ প্রতিরোধে সহায়তা করা এবং খামারের পরিবেশ উন্নত করার মাধ্যমে ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি করে বলে আলোচনা করা হয়।

বক্তারা আরও জানান, বায়োকেয়ার এগ্রো লিমিটেড সবসময় প্রান্তিক খামারিদের পাশে থেকে নিরাপদ ও লাভজনক খামার গড়ে তোলার কাজ করে যাচ্ছে। তাদের পণ্য শুধুমাত্র খামারিদের আস্থাই অর্জন করেনি, পাশাপাশি নিরাপদ উপায়ে উৎপাদিত ডিম ও মাংস নিশ্চিত করে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে একদিকে যেমন খামারিরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, অন্যদিকে গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধিযা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে।