সিলেট অঞ্চলে শস্য নিবিড়তা বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানো ফসল উৎপাদন করতে হবে- অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয়

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

মো. জুলফিকার আলী: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাহুবল, হবিগঞ্জ এর উদ্যোগে উপজেলা প্রশিক্ষণ হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত ) এর আওতায় সুবিধাভোগী কৃষক-কৃষণীদের সাথে মতবিনিময় সভা আজ ২৩ আগস্ট ২০২৫ তারিখ অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন-কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগ এর অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন। তিনি বলেন সিলেট অঞ্চলে শস্য নিবিড়তা বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানো ফসল উৎপাদন করতে হবে এবং চাহিদার বেশি ফসল উৎপাদন যাবে না। কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাটি স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও জীবাণু ব্যবহার এবং জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য উপস্থিত কৃষকদের পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান; আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. রকিব উদ্দিন; বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. আব্দুল মান্নান, সিলেট অঞ্চলের পার্টনার প্রগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. নাসির উদ্দিন, ফ্রিপ প্রকল্পের উপ-প্রকল্প পরিচারক কৃষিবিদ ড. এম, এম, আব্দুর রাজ্জাক; সিলেট কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার; বাহুবল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ চিন্ময় কর অপু, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাজহারুল ইসলাম।

মতবিনিময় সভায় বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী প্রায় ৮০ কৃষক-কৃষণী উপস্থিত ছিলেন।