দুর্গম অঞ্চলে কৃত্রিম প্রজনন সেবা বিস্তারে এসিআই এনিমেল জেনেটিক্সের প্রশংসনীয় উদ্যোগ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: হবিগঞ্জের আমির চাঁদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বার্ষিক এলএ কনফারেন্স ২০২৪-২০২৫। হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার প্রায় ১৪০ জন লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট অংশগ্রহণ করেন এ কর্মশালায়। প্রজনন সেবা উন্নয়ন ও গবাদি পশুর জাত উন্নয়নে এ কর্মশালার আয়োজন করে এসিআই এনিমেল জেনেটিক্স।

দুর্গম অঞ্চলে কৃত্রিম প্রজনন সেবা পৌঁছে দিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অংশগ্রহণকারীরা জানান, এখনও অনেক খামারি কৃত্রিম প্রজননে যথেষ্ট দক্ষ নন। এ কারণে ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ ও সেবা বিস্তারে এসিআই এনিমেল জেনেটিক্স নতুন উদ্যমে কাজ করছে।

সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ হাসিবুল হাসান রিমন, কৃষিবিদ তুখলিফুল মিয়াদ মইন (অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার, এসিআই এনিমেল জেনেটিক্স), ডা. মোঃ আখতারুজ্জামান শেখ (প্রোডাক্ট এক্সিকিউটিভ, এসিআই এনিমেল জেনেটিক্স) এবং বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন ডা. হীরেশ রঞ্জন ভৌমিক (চিফ অ্যাডভাইজার, এসিআই এনিমেল জেনেটিক্স)।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ মোজাফফর উদ্দিন আহমেদ, বিজনেস ডিরেক্টর, এসিআই এনিমেল জেনেটিক্স।

“সেরা বীজে সেরা বাছুর” এই স্লোগানকে সামনে রেখে এসিআই এনিমেল জেনেটিক্স এ অঞ্চলে খামারিদের আশাবাদী করছে। জাত উন্নয়নের মাধ্যমে উন্নত জাতের গবাদি প্রাণী উৎপাদনে তারা অবদান রেখে চলেছে, যা খামারিদের আয় বৃদ্ধি ও টেকসই পশুপালনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।