দেশে প্রথমবারের মতো পোল্ট্রি খামারীদের জন্য প্রামাইসিন® (ভেট) ওরাল পাউডার বাজারজাত শুরু

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশের এনিমেল হেলথ সেক্টরে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই এনিমেল হেলথ সারাদেশব্যাপী শুরু করেছে তাদের অত্যাধুনিক পোল্ট্রি হেলথ্ পণ্য প্রামাইসিন® (ভেট) ওরাল পাউডার–এর সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম। পোল্ট্রি খামারীদের জন্য প্রামাইসিন® (ভেট) ওরাল পাউডার তারাই বাংলাদেশে প্রথমবারের মতো বাজারজাত শুরু করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ ১৭ জুলাই, বৃহস্পতিবার, একযোগে দেশের বিভিন্ন জেলা প্রাণিসম্পদ অফিস, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, পোল্ট্রি ল্যাব ও ফিল্ড পর্যায়ে কর্মরত ভেটেরিনারিয়ান, প্র্যাকটিশনার, কেমিস্ট ও সরবরাহকারীদের মাঝে পণ্যটির বৈজ্ঞানিক দিক, প্রয়োগবিধি ও কার্যকারিতা তুলে ধরেন এসিআই এনিমেল হেলথের অভিজ্ঞ মার্কেটিং ও সেলস টিম।

প্রামাইসিন® (ভেট) ওরাল পাউডার–এ রয়েছে শক্তিশালী এন্টিমাইক্রোবিয়াল উপাদান এপ্রামাইসিন সালফেট বিপি (২৫ গ্রাম/১০০ গ্রাম পাউডার) যা পোল্ট্রি ও ছোট গবাদি প্রাণির জন্য গ্রাম-নেগেটিভ এবং নির্দিষ্ট গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়া–ঘটিত সংক্রমণ যেমন কলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস ও ব্যাকটেরিয়াল এন্টারাইটিস ইত্যাদির চিকিৎসায় অত্যন্ত কার্যকর।

পোল্ট্রি খাতে খামারিরা যাতে নির্ভরযোগ্য, কার্যকর ও নিরাপদ অ্যান্টিবায়োটিক সহজলভ্যভাবে ব্যবহার করতে পারেন, সেটি নিশ্চিত করতেই এসিআই এনিমেল হেলথের এই উদ্যোগ বলে জানান এসিআই এনিমেল হেলথ এর হেড অব বিজনেস ডা. মোহাম্মদ আমজাদ হোসেন।

প্রচারণা কার্যক্রমে সরাসরি অংশ নেন এসিআই এনিমেল হেলথের ন্যাশনাল সেলস ম্যানেজার ডা. মোঃ ফয়সাল ফেরদৌস, মার্কেটিং ম্যানেজার (পোল্ট্রি) ডা. আতিকুর রহমান সহ হেড অফিস ও মাঠপর্যায়ের কর্মকর্তারা।

প্রচারণার সময় উপস্থিত পোল্ট্রি প্র্যাকটিশনাররা পণ্যটি সহজলভ্যভাবে হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এসিআই এনিমেল হেলথের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

প্রচারণা কার্যক্রমে অংশ নেয়া এসিআই এনিমেল হেলথ-এর কর্মকর্তারা ভবিষ্যতেও দেশের প্রাণি চিকিৎসা খাতে প্রযুক্তিনির্ভর আধুনিক ও কার্যকর পণ্য খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।