কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের পাবনা’র কৃষি কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

মোঃ গোলাম আরিফ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম পাবনা জেলার সমসাময়িক কৃষি কার্যক্রম পরিদর্শন ও উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময়ে করেন। গতকাল ১০ জানুয়ারি ২০২৬ সকালে তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ব্লকে সোলার সেচ প্রযুক্তি, ফল বাগান, গম, পেঁয়াজ, সরিষা, পলিনেট হাউস, নার্সারিসহ বিভিন্ন উচ্চমূল্যের ফসলের মাঠ ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় কৃষক-কৃষাণীদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত কৃষকদের মহাপরিচালক বলেন, প্রতিটি জমিকে উপযোগীতা অনুযায়ী চাষের আওতায় আনতে হবে। জমির সঠিক ব্যবহার নিশ্চিতে বাগানের ফাঁকা জায়গা ও ছায়া সহনশীল ফসল হিসেবে আদা, হলুদ, মাসকলায় এর চাষাবাদ করা দরকার। আমাদের দেশের কৃষকরা ফসলে ইচ্ছে মতো মাত্রাতিরিক্ত সার ব্যবহার করেন। পেঁয়াজ, সরিষা, গমসহ প্রতিটি ফসলে সঠিক পরিমাণে সার ব্যবহার করতে হবে, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ব্যবহারের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে।

মহাপরিচালক আরো বলেন, দেশে রাসায়নিক সারের কোন ঘাটতি নেই, গুজবে কান দিবেন না। চাহিদা বিবেচনায় সার বাজারে সরবরাহ করা হচ্ছে। পলিনেট হাউসে বৃষ্টি, খরা, ঝড়, রোগবালাই, পোকামাকড় নিয়ন্ত্রণ করে সারা বছর উচ্চমানের ফসল উৎপাদন করা যায়। এটি উচ্চমূল্যের চারা, সবজি ও ফুল চাষের জন্য এটি অত্যন্ত কার্যকর। পলিনেট হাউসে উচ্চমূল্যের মৌসুমি সবজি চাষাবাদের পাশাপাশি গুণগত মানসম্পন্ন চারা উৎপাদন করে স্থানীয় অন্যান্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। মহাপরিচালক উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের নিরলস পরিশ্রমের জন্য প্রশংসা করেন।

তিনি আরও বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের যেকোনো ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আধুনিক চাষাবাদে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া’র উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. সামশুদ্দীন ফিরোজ, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন (২ সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. এস এম হাসানুজ্জামান। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।