এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ ডেস্ক: প্রধান উপদেষ্টা কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নিয়ন্ত্রনাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ৩য় বার্ষিক সাধারন সভা আজ ২৪ আগস্ট সকাল ১১টায় হোটেল এ্যাবাকাস, গুলশান-১ এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সভাপতি জনাব নূরুল কাইয়ুম খান।

সভায় ২০২৫-২০২৭ মেয়াদের সর্বসম্মতিক্রমে এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ সীড এসোসিয়েশনের সাধারন সম্পাদক, জনাব ড: মো: আলী আফজাল, ১ম সহ-সভাপতি মাশরুম গ্রোয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি কৃষিবিদ ড. আরিফ মাহমুদ, ২য় সহ-সভাপতি বাংলাদেশ বি-কিপারর্স এসোসিয়েশন এর সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল এবং ৩য় সহ-সভাপতি ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব) এর সভাপতি জনাব মোল্লা সামছুর রহমান শাহীন নির্বাচিত হন।