“চাহিদা পূরণে বছরজুড়ে পেঁয়াজ চাষে গুরুত্ব, মেহেরপুরে বিজ্ঞানী-কর্মকর্তাদের প্রশিক্ষণ”

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: শনিবার ২৩ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের প্রশিক্ষণ কক্ষে ‘গ্রীষ্মকালীন পেঁয়াজের বছরব্যাপী কন্দ উংপাদন, সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস ও সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবন এবং বিস্তার কর্মসূচি’র অর্থায়নে মসলা গবেষণা কেন্দ্র, বারি, শিবগঞ্জ-এর উদ্যোগে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এর উপর বিজ্ঞানী কর্মকর্তাদের (ডিএই/বিএডিসি/এনজিও) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কষিবিদ মোঃ শামসুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মসলা গবেষণা কেন্দ্রের চীফ সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. মোঃ জুলফিকার হায়দার প্রধান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, খুলনার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস ও আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোঃ মতিয়ার রহমান।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন কৃষিবিদ ড. মোঃ জুলফিকার হায়দার প্রধান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ আশিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ নুরুল আলম ও কৃষিবিদ ড. আবদুল ওয়াদুদ।

প্রশিক্ষণে বিজ্ঞানী/বারি/বিএডিসি/এনজিও’র উপজেলা ও জেলা পর্যায়ের কৃষিবিদ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।