বাফিটা’র ৫ম-দ্বিবার্ষিক কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৭ অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: Memorandum & Articles of Association of Bangladesh Agro Feed Ingredients Importer and Traders Association (BAFIITA) এবং বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট বিধি-বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ পূর্বক প্রাণিজ (পোল্ট্রি, মৎস্য ও ডেইরী) খাদ্য উৎপাদনে ব্যবহৃত মৌলিক উপকরণ/কাঁচামাল, পশুপুষ্টি উপকরণ ও ভেটেরিনারি Feed Supplement & Additives আমদানিকারক ও সরবরাহকারী শীর্ষক এসোসিয়েশন বাফিটা’র ৫ম-দ্বিবার্ষিক কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৭ সম্পূর্ন হয়েছে।

বিধিমোতাবেক বাফিটা’র কার্য্য নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ (২৪-মাস) মেয়াদের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত করার প্রক্রিয়া পরিপালন লক্ষ্যে উপস্থিত নির্বাচনী প্রতিনিধি কমিটি ও কার্য্য নির্বাহী সদস্যদের সর্ব সম্ম¥তিক্রমে অত্র এসোসিয়েশনের সংঘবিধি ও সংঘস্মারক মোতাবেক ও টি.ও রুলস এর আলোকে তিন (০৩) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।

নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড নির্বাচনের সকল কার্যক্রম বানিজ্য সংগঠন আইন-২০২২, বানিজ্য সংগঠন বিধি, ১৯৯৪, বাফিটা’র সংঘস্মারক ও সংঘবিধি এবং বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ আদেশ (এমসি/অবা-৬/সিএ ৪/২০০২/৪২২, তারিখঃ ৩১-০৭-২০০২ইং) এবং ১৩ই নভেম্বর, ২০২২খ্রিঃ তারিখে অনুষ্ঠিত বর্ধিত সাধারণ সভার সিন্ধান্ত অনুযায়ী পরিচালনা করেন।

যার প্রেক্ষিতে প্রফেসর মোঃ আব্দুল জব্বার, চেয়ারম্যান, বাফিটা নির্বাচন বোর্ড এর স্বাক্ষরে বিগত ১৫ই মার্চ, ২০২৫খ্রিঃ তারিখে নির্বাচনী তফশীল : ২০২৫-২০২৭ প্রকাশ করেন। নির্বাচন বোর্ড অত্যান্ত সূচারুপে দৃঢ়তা ও স্বচ্ছতার সাথে নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করেন। অতঃপর নির্বাচনী তফশীল মোতাবেক বাফিটা’র মোট ২৪৪ জন সদস্যদের মধ্যে বার্ষিক চাঁদা ২০২৪-২৫ ও বকেয়া পরিশোধ পূর্বক সর্বমোট ১৩২ জন সদস্য চুড়ান্ত ভোটার হিসাবে গণ্য হয়। নির্বাচনী তফশীল মোতাবেক মনোনয়নপত্র বিক্রয় করা হয় যা সকলের জন্য উন্মক্ত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ১৮টি মনোনয়নপত্র বিক্রয় হয় এবং মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হয়। মনোনয়ন প্রত্যাশী সদস্যদের সমন্বয়ের মাধ্যমে ৩জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন বোর্ড “বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের ৫ম-দ্বিবার্ষিক কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৭ এ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত কার্য্যনির্বাহী সদস্য হিসাবে ঘোষনা করা হয়।

বানিজ্য সংগঠন আইন-২০২২, বানিজ্য সংগঠন বিধি, ১৯৯৪, এবং বাফিটা’র সংঘস্মারক ও সংঘবিধি মোতাবেক উপস্থিত নব-নির্বাচিত কার্য্যনির্বাহী সদস্যদের প্রস্তাবনা ও সমর্থনের সমন্বয়ে সর্ব সম্ম¥তিক্রমে পোর্টফোলিও নির্বাচনে সভাপতি নির্বাচিত করেন এবং সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যদের প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে সর্ব সম্ম¥তিক্রমে পোর্টফোলিও সদস্য ও কার্য্যনির্বাহী সদস্য নির্বাচন পূর্বক কার্য্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৭ গঠন করা হয়।

নবনির্বাচিত কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৭ এর সদস্যগণ হলেন: সুধীর চৌধুরী-সভাপতি-মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ, মোঃ ফারুক- সিনিয়র সহ সভাপতি- ফয়সাল ট্রেডিং কোম্পানী, মোঃ জহিরুল ইসলাম-সহ সভাপতি-মেসার্স মদিনা ট্রেডিং কর্পোরেশন, মোঃ আনোয়ারুল হক- সহ সভাপতি- মেসার্স পি এন্ড পি ট্রেডিং, মোঃ গিয়াস উদ্দিন খান- মহাসচিব-এইচ এন্ড কে ফিড প্রোডাক্টস, আলতাফ হোসেন বিশ্বাস- যুগ্ন মহাসচিব- মেসার্স বিটিসি ট্রেডিং, মোঃ খোরশেদ আলম- কোষাধ্যক্ষ- তাজ রেডি ফিডস, মোঃ এনামুল হক মোল্ল্যা- সাংগঠনিক সম্পাদক-এনাম ট্রেডার্স, মোহাম্মাদ শাহ্ একরাম-সমাজকল্যান সম্পাদক- মেসার্স একরাম এন্ড ব্রাদার্স, মোহাম্মাদ মনসুর মিয়া-প্রচার সম্পাদক- বোগদাদ পিলেট ফিড, জয়ন্ত কুমার দেব-কার্য্যনির্বাহী সদস্য- ন্যাচার কেয়ার, ডাঃ রাশেদুল জাকির- কার্য্যনির্বাহী সদস্য- আর আর এগ্রো ট্রেডার্স, মোঃ সেলিম রেজা হিরণ-কার্য্যনির্বাহী সদস্য-প্রোগ্রেস এগ্রোভেট, আব্দুল্লা আল আজিম-কার্য্যনির্বাহী সদস্য-ওয়াইজম্যান গাইডেন্স লিঃ, শাহ্ মোঃ সগীর-কার্য্যনির্বাহী সদস্য- মেসার্স তারেক এন্টারপ্রাইজ নির্বাচিত হন এবং এ.এম আমিরুল ইসলাম-এক্্র-অফিসিও-ইসলাম এন্টারপ্রাইজ, মোঃ হেলাল উদ্দিন-এক্্র-অফিসিও-মেসার্স হেলাল এন্টারপ্রাইজ।