একমি'র আয়োজনে “ফাইটোজেনিক পদ্ধতিতে ব্রুডিং ও কক্সিডিওসিস ব্যবস্থাপনা” শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: গত মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ সন্ধ্যায় ঢাকায় অবস্থিত রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দেশের শীর্ষ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ভেটেরিনারি ডিভিশন কর্তৃক আয়োজিত “ফাইটোজেনিক পদ্ধতিতে ব্রুডিং ও কক্সিডিওসিস ব্যবস্থাপনা” শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ডাক্তার, কনসালট্যান্ট, শীর্ষ পোল্ট্রি উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের উর্ধতন কর্মকর্তা এবং স্টেক হোল্ডারগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ভেটেরিনারি ঔষধ প্রস্তুতকারী ইউরোপিয়ান কোম্পানি, MPA, বার্সেলোনা, স্পেন এর মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের রপ্তানি ও বাণিজ্য বিভাগের প্রধান ডাঃ সার্জিও বেনিতেজ-তোসিনো। তিনি ফাইটোজেনিক সমাধান এবং পোল্ট্রির জন্য এন্টিবায়োটিক ও এন্টিকক্সিডিয়ালের বিকল্প ব্যবস্থাপনার উপর আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ।

অনুষ্ঠানের শুরুতেই দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর মার্কেটিং ডিভিশনের ম্যানেজার জনাব মুকুট দাশ শর্ম্মা স্বাগত বক্তব্যের মাধ্যমে সকল অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

সেমিনারে ডাঃ সার্জিও ফাইটোজেনিক পদ্ধতিতে পোল্ট্রির ব্রুডিং ও কক্সিডিওসিস ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত সুন্দরভাবে উপস্থাপন করেন। তিনি পোল্ট্রির ব্রুডিং পারফর্ম্যান্স উন্নয়ন এবং কক্সিডিওসিস ব্যবস্থাপনায় এন্টিবায়োটিক ও এন্টিকক্সিডিয়ালের বিকল্প হিসেবে MPA, থেকে আমদানিকৃত ফাইটোজেনিক প্রোডাক্ট ইকসি ভেট (ECSE Vet) ব্যবহারের সুবিধাসমূহ অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেন। যেখানে উল্লেখ করেন, পোল্ট্রিতে রোগবালাইয়ের প্রাদুর্ভাব কমানোর ফলে এন্টিবায়োটিক ব্যবহারের পরিমাণ কমিয়ে নিরাপদ মাংস উৎপাদন সম্ভব যেকারণে বর্তমান সময়ে ফাইটোজেনিক গ্রোথ প্রোমোটার (PGP) ব্যবহার অপরিহার্য।

এই জ্ঞান-বিনিময়মূলক সেমিনারে একমি’র প্রতিশ্রুতি, যেখানে নিরাপদ ও টেকসই পোল্ট্রির উৎপাদন নিশ্চিত করতে সর্বাধুনিক বৈজ্ঞানিক ধারণা ও সমাধান তুলে ধরা হয়েছে। সেমিনারে ইকসি ভেট (ECSE Vet) নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা ইতোমধ্যেই বাংলাদেশে এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার ও এন্টিকক্সিডিয়ালের বিকল্প হিসেবে সাফল্যের সাথে ব্যবহৃত হচ্ছে।

পরবর্তীতে একমি ভেটেরিনারি ডিভিশনের ন্যাশনাল সেলস ম্যানেজার জনাব মোঃ আফতাব আলী পোল্ট্রি শিল্পে ফাইটোজেনিক প্রোডাক্ট ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, “ড. সার্জিওর মত আন্তর্জাতিক বিশেষজ্ঞকে আমাদের মাঝে পেয়ে আমরা গর্বিত। এ সেমিনার দেশের পোল্ট্রির উৎপাদনকারী, কনসাল্ট্যান্ট ও সকল স্টেকহোল্ডারদের জন্য ফাইটোজেনিক ব্যবস্থাপনার বাস্তবধর্মী কৌশল জানতে সহায়ক হয়েছে।”

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সেলস ও ডিস্ট্রিবিউশন ডিভিশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব মোঃ ফেরদৌস খান সেমিনারের সমাপনী বক্তব্য রাখেন যেখানে তিনি সকল অতিথিদের উপস্থিতি এবং পোল্ট্রি শিল্পে তাদের অপরিসীম অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যা ঔষধের গুণগতমান, উদ্ভাবন ও নৈতিকতার ক্ষেত্রে অগ্রগামী। একমি ভেটেরিনারি ডিভিশন পোল্ট্রি, লাইভস্টক ও একোয়াকালচার খাতের জন্য বৈচিত্রময় পণ্য সরবরাহ করে থাকে, যার লক্ষ্য হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের প্রসার ও বিশ্বস্ত সমাধানের মাধ্যমে প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করা। তিনি পোল্ট্রি শিল্পের সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করে সেমিনারের সমাপনী ঘোষণা করেন।

অনুষ্ঠানে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ডাইরেক্টর, সেলস জনাব মোঃ আবু জাফর মহিউদ্দিন ও জনাব গোবিন্দ গোস্বামী সহ অনেক উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।