১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলা আমাদেরকে স্মার্ট করার সুযোগ করে দিবে

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি:বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। পোল্ট্রি মেলা শুরুর পূর্বের দিনগুলো যদি দেখা যায়, আমরা সে সময় কত পিছিয়ে ছিলাম। আন্তর্জাতিক পোল্ট্রি শো শুরু হওয়ার পর দেশ-বিদেশের কারিগরি মিটিংগুলোর সাথে আমরা সম্পৃক্ত হই। এভাবে আমরা টেকনিক্যালি স্মার্ট হয়ে পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছি।

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা আয়োজিত ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো-উপলক্ষে একজন পোল্ট্রি পেশাজীবি হিসেবে এসব কথা বলেন, বাংলা-ইউকে এগ্রো প্রডাক্টস্ লি: এর পরিচালক কৃষিবিদ মো: জাহিদুল ইসলাম। মেলাটি যৌথভাবে আয়োজন করছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

আমরা অনেক সময় বলি স্মার্ট বাংলাদেশ। কেবল বললেই হবে না, আমরা যেহেতু পোল্ট্রি পেশাজীবী, পোল্ট্রির সাথে জড়িত, কাজেই আমাদের সবাইকেই স্মার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আসছে ১৩ তম বিশ্ব পোল্ট্রি মেলা যা আমাদেরকে স্মার্ট করার সুযোগ করে দিবে। এখন AI প্রযুক্তি চলে এসেছে আমাদের নজর দিতে হবে কিভাবে আরো এই প্রযুক্তি গুলোকে আমাদের পোল্ট্রি শিল্পের সাথে সংযুক্ত করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি।

উল্লেখ্য, “Sustainable Poultry for Emerging Bangladesh” এ শ্লোগানকে সামনে রেখে চলতি মাসের ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপি ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো পূর্বাচলে অবস্থিত "আন্তর্জাতিক বাণিজ্য মেলা" প্রাঙ্গনে বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে। এর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি রাজধানীর রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কারিগরি সেমিনার।