দক্ষিণাঞ্চলে অপ্রয়োজনীয় গাছ কেটে ফলের আবাদ বাড়ানো চাই- ডিএই ডিজি

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলে অপ্রয়োজনীয় গাছ কেটে ফলের আবাদ বাড়ানো চাই। এ জন্য দরকার উন্নত চারা উৎপাদন এবং সরবরাহ নিশ্চিতকরণ। এ অঞ্চলে ইতোমধ্যেই আম্রপালি এবং মাল্টার সফলতা এসেছে। অন্যান্য ফলেরও যথেষ্ট সুযোগ রয়েছে। আর তা বাস্তবায়ন হলে দেশের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে। ৬ ফেব্রুয়ারি বরিশালের হর্টিকালচার সেন্টারে এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)  মহাপরিচালক  মো. আসাদুল্লাহ্ এসব কথা বলেন।

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডিএই সরেজমিন উইং’র পরিচালক একেএম মনিরুল আলম, হর্টিকালচার উইং’র পরিচালক মো. ওয়াহিদুজ্জামান এবং প্রশিক্ষণ উইং’র পরিচালক মো. আলিমুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন, প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, পিরোজপুরে উপপরিচালক চিন্ময় রায়, হর্টিকালচার সেন্টারের উপরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।