সর্বক্ষেত্রেই ভরসা রাখুন মহান আল্লাহর উপর

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

ইসলামিক ডেস্ক:সর্বক্ষেত্রেই ভরসা রাখুন মহান আল্লাহর উপর সবচেয়ে বড় যে লাভটা হয়, তা হলো, জীবনের কোনো সমস্যাকেই আর ‘বড়’ মনে হয় না। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এমন এক প্রোটেকশান, যেটা দিয়ে সব সমস্যার মোকাবেলা করা যায়। অন্তত কখনও ভেঙে পড়তে হয় না। মানসিক শক্তির একটা তেজ থাকে। দুনিয়ার জীবনে এই শক্তির জায়গাটা থাকলে আর কী লাগে?

যেখানে প্রতিটা মানুষ জীবন নিয়ে সংগ্রাম করছে, নানামুখী সমস্যায় হাবুডুবু খাচ্ছে, দুশ্চিন্তা, হতাশা আর পেরেশানিতে শেষ হয়ে যাচ্ছে, সেখানে এ ধরণের মানসিক শক্তি নিয়ে চলতে পারা আল্লাহর কতো বড় নিয়ামত, তা সবারই উপলব্ধি করা উচিত।

কুরআন থেকে কয়েকটি আয়াতে বলা হয়েছে ‘‘যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।’’ [সুরা ত্বলাক্ব, আয়াত: ০৩]

‘‘যাদেরকে লোকেরা বলেছিলো, তোমাদের বিরুদ্ধে তো লোক জড়ো হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো; কিন্তু এ কথা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিলো এবং তারা বলেছিলো, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!’’’ [সুরা আলে ইমরান, আয়াত: ১৭৩]

‘‘অতএব, তোমরা জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহই তোমাদের অভিভাবক। তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী।’’ [সুরা আনফাল, আয়াত: ৪০]

আসুন আমরা সকলে আমাদের ঈমানী শক্তি বৃদ্ধি করি। মহান সৃষ্টিকর্তার উপর অবিচল আস্থা রাখি। নিশ্চয়ই তিনি আমাদের সকল বিপদ-আপদ থেকে হেফাজত করবেন।-আমিন