ছাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব এবং কখন আদায় করতে হয়?

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

মুফতী মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ:শাওয়াল মাসের ১ম তারিখ ঈদুল ফিতরের দিনের সুবহে সাদেক উদিত হতেই ছাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। এ জন্য ঐ দিনের সুবহে ছাদেক হওয়ার পূর্বে যিনি মৃত্যুবরণ করেন অথবা ধনী ছিলেন ফকির হয়ে গেছেন অথবা সুবহে ছাদেক হওয়ার পূর্বে কাফের মুসলমান হয়ে গেছেন অথবা শিশু জন্মগ্রহণ করে অথবা ফকির ছিল, ধনী হয়ে গেছে, তার উপর ছাদাকাতুল ফিতর ওয়াজিব হবে।

আদায় করার সময়ঃ ছাদাকাতুল ফিতর যদিও ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন কিন্তু পূর্ণ জীবনের যে কোন দিন আদায় করলেই তা আদায় হয়ে যাবে। ঈদুল ফিতরের দিন অতিক্রম হয়ে গেলেও তা তার জিম্মায় অনাদায় থেকে যাবে। সকল ইমাম এ কথার উপর একমত যে, ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে ছদাকাতুল ফিতর আদায় করা মুস্তাহাব। কেননা এর দ্বারা ফিতরা গ্রহণকারী খাদ্য, বস্ত্র ও আনুসাঙ্গিক বস্তু সংগ্রহ করে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। অপর দিকে ঈদের পূর্বে দেয়া ফিতরাকে গ্রহণীয় দান হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
--সংকলক: মোহাদ্দিস ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা, চকবাজার, কুমিল্লা