সকল বিপদ ও মুসিবতে কুরআনের বিধান মেনে চলুন

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

ইসলামিক ডেস্ক:আমাদের দুনিয়ার এ জীবন ক্ষণস্থায়ী। তাই আমাদের সুখের সময় আনন্দে আত্মহারা না হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা দরকার। সেই সাথে তার নেয়ামতের সঠিক ব্যবহার করে জীবনযাপন করা উচিত। আবার দুঃখে কষ্টে হতাশ না হয়ে বেশি বেশি নেক আমল করা। তাওবা-ইসতেগফার করা। কেননা উত্তম ধৈর্যধারণ ককরলে মহান আল্লাহর অবশ্যই সাহায্য করবেন।

বিপদ-আপদ বালা-মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা করার জন্য। এ সম্পর্কে আল্লারাব্বুল আলামিন সুরা বাকারার ১৫৫ ও ১৫৬ আয়াতে ঘোষণা করেছেন-
‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ জীবনের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। হে নবী! ধৈর্যধারণকারীদের আপনি সুসংবাদ দিন যখন তারা বিপদ পড়ে তখন বলে নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাবো।’

যুগে যুগে নবি-রাসুল, অলি-আউলিয়া ও আল্লাহর প্রিয় বান্দাদের ওপর বিপদ-আপদ এসেছে। তারা নানান বিপদের সম্মুখীন হয়েছিলেন। তারা
এ সকল কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ধৈর্য অবলম্বন করে আর আল্লাহ তাআলার বিধান মোতাবেক তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থেকে। সুতরাং আমরা যতই বিপদে পড়ি না কেন আল্লাহ্র প্রতি অবিচল থেকে ধৈর্যের খুঁটি  কঠিনভাবে আগলে ধরলে আল্লাহর নৈকট্য অর্জন ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব।

মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল বিপদ ও মুসিবতে কুরআনের বিধান মেনে নেয়ার তাওফিক দান করুন। ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে মাওলার নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।