আত্মশুদ্ধি অর্জনই প্রকৃত সফলতা

ইসলামিক ডেস্ক:লেখাপড়া, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা সবকিছুতেই মানুষ সফল হতে চায়। তবে পেশায় সফল হলেই যে সে প্রকৃত সফল হয় তা কিন্তু নয় বরং প্রকৃত সকল ব্যক্তি তিনি যিনি নিজের জীবনে আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছেন। প্রকৃত সফল ব্যক্তি সম্পর্কে কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা তা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। তাহলো-

আত্মশুদ্ধি অর্জনই প্রকৃত সফলতা। যে ব্যক্তি নিজের জীবনে আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছেন, তিনিই প্রকৃত সফল ব্যক্তি। মহান আল্লাহ তাআলা বলেন- 'অতপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন, যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়। আর যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।' (সুরা আশ-শামস : আয়াত ৮-১০)

অর্থাৎ যে ব্যক্তি সব ধরনের কাজে নিজেকে সব সময় উন্নতি করার চেষ্টা করে, ব্যবহারে ও সততায় প্রতিনিয়ত নিজের উন্নয়নের চেষ্টা করে, অন্যের ভুলের চেয়ে নিজের ভুল নিয়ে বেশি চিন্তা করে, অসৎ কাজ থেকে বিরত থাকে এবং সৎ কাজে মনোযোগী হয়, দুনিয়া ও আখেরাতের মানদণ্ডে সেই সফল ব্যক্তি।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, আল্লাহর দেয়া বিধান ও নির্দেশ মেনে চলা, নিষেধগুলো থেকে বিরত থাকা। আসুন সকলে মিলে কোরআন-হাদিসের নসিহতগুলো যথাযথ পালন করি। আর এর মাধ্যমেই দুনিয়া ও পরকালের সফলতা লাভ করি।-আমিন