পবিত্র মাহে রমজান থেকে আমরা কি শিক্ষা গ্রহন করলাম?

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

ইসলামিক ডেস্ত:রোজার পর এলো ঈদ সেই ঈদের আমেজ শেষে আবার সকলেই যে যার মতো কর্মব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু পবিত্র মাহে রমজান শেষ হওয়ার পর আমরা এ থেকে কি শিক্ষা গ্রহন করলাম? রমজান মাসে ইবাদত-বন্দেগিতে ঠিকই মনোযোগী ছিলাম হচ্ছি কিন্তু রমজান চলে গেলে সেই আগের মতোই তা ছেড়ে দিচ্ছি। রমজানের আগে যেমন ঘুষ, দুর্নীতি, পণ্যে ভেজাল করা, কালোবাজারি, মজুদদারি, মাপে কম দেওয়া, ধোঁকাবাজি, ছলচাতুরি, হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতা ইত্যাদি অমানবিক কর্মে ছিলাম রমজানের পরে ঠিক আগের মতোই এসব করে যাচ্ছি। এগুলোর প্রতি আমরা একটুও খেয়াল করছি না, ফলে রোজা আমাদের জীবনে তেমন কার্যকরী ভূমিকা রাখছে না।

হে রোজাদার! আসুন! রোজার প্রকৃত শিক্ষা ও উদ্দেশ্যের প্রতি যত্নবান হয়ে সিয়াম সাধনার মাধ্যমে মনুষ্যত্বকে জাগ্রত করি, মানবিক গুণাবলিতে জীবনকে করি আলোকিত। মহান রাব্বুল আরামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের শিক্ষায় জীবনযাপন করার তৌফিক দিন। আমিন