আহলান সাহলান মাহে রমজান

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:আহলান সাহলান মাহে রমজান; দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে রমজানুল মুবারক। গতবারের ন্যায় এবারো করোনার মাঝেই আমাদের পালন করতে হবে এ মাসটি। মুমিন মুসলমানরা শত দুর্যোগের মাঝ্রে তাদের মনোবল অটুট রেখে পরকাল ও ধর্মের বিষয়গুলি প্রতিপালন করে থাকে। দুর্যোগকবলিত মানুষদের আরও বেশি ইবাদত-বন্দেগিতে মনোযোগী হতে হবে। তাই আসুন আমরা রমজানুল মুবারককে স্বাগত জানাতে মানসিক প্রস্তুতি সম্পন্ন করি। কিন্তু আমাদের জীবনে অধিকাংশ সময় কাটছে সোশ্যাল মিডিয়ায়, নয় তো চরম আলস্য ও উদাসীনতায়। এ থেকে মৃক্তি পেতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা উচিত। আল্লাহর ওপর পূর্ণ ভরসা করেই আমাদের পার করতে হবে কঠিন সময়গুলো। আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন, ধৈর্যধারণকারীদের অপরিমিত পুরস্কার দেয়া হবে। [সূরা যুমার, আয়াত: ১০]

আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন, ‘রমজান এমন এক মহিমান্বিত মাস যে মাসে নাজিল করা হয়েছে পবিত্র কুরআন, যে মহাগ্রন্থে রয়েছে মানবজাতির জন্য পথনির্দেশ, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং যে গ্রন্থ সত্যাসত্যের পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে রোজা রাখে।’ [সূরা বাকারা]

পবিত্র কুরআনের এ আহ্বান আমাদের সামনে আলোকবর্তীকা হয়ে আছে। আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে পবিত্র মাসটির কথা। রোজার মাসে রোজা ও তারাবির পর গুরুত্বপূর্ণ কাজ কুরআন তেলাওয়াত। যাদের কুরআন তেলাওয়াত শুদ্ধ নেই তারা আর দেরি না করে এ রমজানের ভেতরই কুরআন শুদ্ধ করে নিতে পারেন। পাশাপাশি পড়তে পারেন কুরআনের তরজমা ও তাফসীর। মহান রাব্বুল আরামিন আমাদের সকলকে রমজানে মাসে পরিপূর্ণ ইবাদত বন্দেগী করার সুযোগ দিন। আমিন।