কল্যাণের ও কল্যাণ কামনার ধর্ম ইসলাম

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

ইসলামিক ডেস্ক:ইসলাম সব সময় সকল ধর্ম, বর্ণ-জাতি তথা মানবতার জন্য কথা বলে। মানুষের জন্য ভালো কিছু করা বা তার কল্যাণ করা একটা উন্নত সমাজব্যবস্থার মূল উদ্দেশ্য। ইসলাম কল্যাণের ও কল্যাণ কামনার ধর্ম। আর এই কল্যাণ কামনা মানবসমাজেরও অন্যতম উদ্দেশ্য। এই বিষয়ে কোরআনে মহান আল্লাহ বলেন, ‘এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফিরদের প্রতি সদ্ব্যবহার করবে।’ (সুরা : নিসা, আয়াত : ৩৬)

মহানবী (সা.) বলেছেন, ‘মানুষের জন্য কল্যাণকামনা করাও একটি ইবাদত।’ (বুখারি, হাদিস : ৫৫)। মানুষে মানুষে ভালোবাসা প্রদর্শন ও দরদি মনোভাব পোষণ করার ফলেই সমাজ হয়ে ওঠে সুন্দর, স্বাচ্ছন্দ্যময় ও কল্যাণকর। আসুন আমরা সমাজে সকলে মিলে সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলি। সকল ভেদাভেদ ভুলে অন্যদের সহায়তায় এগিয়ে আসি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের সকলের ইহকাল ও  পরকালে অশেষ নিয়ামত প্রদান করবেন। রাব্বুল আরামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন-আমিন।