সমাজের আশ্রয়হীন, দুর্বল ও অসহায় লোকজনের সাহায্য-সহযোগিতাও একটি অন্যতম ইবাদত

ইসলামিক ডেস্ক:সৃষ্টি জগতের সব কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ। মানুষ আল্লাহর সৃষ্টি। কোনো মানুষের সঙ্গে যখন সদয় ব্যবহার করা হয়, তার বিপদে সাহায্য করা হয়, তখন আল্লাহকেই খুশি করা হয়। সমাজের আশ্রয়হীন, দুর্বল ও অসহায় লোকজনের সাহায্য-সহযোগিতা ইবাদতেরই অন্তর্ভুক্ত।

করোনায় বিপর্যস্থ সমগ্র বিশ্ব এর সাথে ধীরে ধীরে নামছে শীত। এসময় অভাবী মানুষদের দুর্দশা লাঘবে আমরা যে যা পারি নিজনজি অবস্থান থেকে দরিদ্রপীড়িত মানুষের সহযোগিতা্য় হাত বাড়ানো প্রয়োজন। ধন-সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তায়ালা। তার বান্দা হিসেবে মানুষ সেই ধন-সম্পদের ভোগাধিকার লাভ করে। এ জন্য আল্লাহ তায়ালা বার বার বলেছেন, আমি যে ধন-সম্পদ তোমাকে দান করেছি তা থেকে দান করো। আল্লাহ দান করা ধন-সম্পদের বহুগুণ বাড়িয়ে দেন। তিনি বলেছেন, যারা আল্লাহর পথে তাদের ধন-সম্পদ ব্যয় করে তার উদাহরণ একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ তায়ালা চান আরো বাড়িয়ে দেন। তিনি তো অত্যন্ত দানশীল ও সর্বজ্ঞ। সুরা বাকারা: ২৬।

হজরত আনাস ইবনে মালেক (রা.) ও হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত; তারা বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, গোটা সৃষ্টিকুল আল্লাহর পরিবার। অতএব যে আল্লাহর পরিবারের সঙ্গে সদয় ব্যবহার করে, সে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। -বায়হাকি

আল্লাহ আমাদের সবাইকে বিপদগ্রস্ত ও অভাবী মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার এবং তাদের অভাবের দিনে হাত বাড়ানোর তওফিক দান করুন। আমীন